Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কলেজ ক্যাম্পাসে পল্লী বিদ্যুতের খুটিঁ ও তার: জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চলাফেরা

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতর পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন থেকে ১০ থেকে ১২ ফুট ওপর দিয়ে বিপদজনভাবে তার টানিয়ে নেয়া হয়েছে। ফলে ওই কলেজের শিক্ষার্থীরা প্রতিদিনই ঝুকিঁর মধ্য দিয়ে কলেজের চলাফেরা করছেন।
বৃহস্পতিবার খুঁটি ও বিদ্যুতের তার অপসারনের দাবী জানিয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইড়িতে ক্যাম্পাসের ছবি ও ভিডিও আপলোড করলে এটি ভাইরাল হয়। এতে জোর দাবী উঠেছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অন্যতা আন্দোলনের কথাও বলা হচ্ছে।
জানা যায়, অনেক বছর পূর্বে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে উদ্যোগে শাহজালাল মহা বিদ্যালেয়র ক্যাম্পাসের ভেতর দিয়ে বিদ্যুতের খুঁটি বসিয়ে ১০-১২ ফুট ওপর দিয়ে তার টানিয়ে জগন্নাথপুর-সুনামগঞ্জ লাইনের সংযোগ দেওয়া হয়েছে ফলে জীবনের ঝুঁকি নিয়ে কলেজের ক্যাম্পাসে চলাফেরা করে আসছে প্রতিনিয়ত। শিক্ষার্থীদের নিরাপদ জীবনের লক্ষ্যে বার বার বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ কর আসলেও টনক নড়েনি।
কলেজর একাদশ শ্রেনীর শিক্ষার্থী ফৌজিয়া আক্তার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের ভেতরের মধ্যে খুঁটি স্থাপন করে ১০ থেকে ১৫ ফুট ওপরে বিপদজনকভাবে বিদ্যুতের তার ঝুলে আছে। তারপরও জীবনের ঝুকি নিয়ে কলেজে চলাফেরা করতে হয়।
দ্বাদশ শ্রেণীর আরেক শিক্ষার্থী মিলাদ হোসেন সৌরভ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের খুঁটি ও তার উপেক্ষা করে কলেজে প্রবেশ করতে হয়। খুঁটি ও তার থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। দ্রুত খুঁটি ও তার অপসারণ করে আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরী করে দেওয়ার জন্য দাবী জানাচ্ছি।
কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাস্পারের ভেতর দিয়ে খুঁটি ও পল্লী বিদ্যুতের তারা সাটানো হয়েছে। এতে আমরা শিক্ষার্থীদের জীবন ব্যবস্থা নিয়ে উদ্বিগ। শিক্ষার্থীদের জীবনের কথা চিন্তা করে এটি সরিয়ে নেওয়ার জন্য গত ১৫ বছর ধরে কর্তৃপক্ষকে আহবান করেছি। তারপরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।শাহজালাল কলেজে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে জানতে পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের জিএমএ মুঠোফোনে চেষ্ঠা করেও তাঁকে পাওয়া যায়নি।

Exit mobile version