Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কাদিপুর নিমাই চাঁদ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী উৎসব চলছে

স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর আশ্রমে প্রতি বছরের ন্যায় অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহাষজ্ঞ ও লীলা কীত্তন মহোৎসব গতকাল থেকে শুরু হয়েছে। আজ ব্যাপক ভক্ত সমাগম ঘটে।অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহাষজ্ঞ ও লীলা কীত্তন মহোৎসবে কীত্তণ পরিবেশন করেন সোনার গৌর সম্পদায়,শ্রী জয়রাধে যুব সংঘ,শ্রী কানু প্রিয় সম্প্রাদায়।অনুষ্ঠানের সার্বিক অথায়নে ফ্রান্স প্রবাসী নির্মল কান্ত ধর। অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে হিন্দু কমিউনিটি নেতা জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,পিষুষ রায় কালা,শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন,সাধারণ সম্পাদক অমিত দেব অনন্ত পাল,দিপন পালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভক্তবৃন্দ উৎসবে অংশ নেন। উৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার আচার্য্য সাধারণ সম্পাদক শংকর দে,কোষাধ্যক্ষ নিতাই সূত্রধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান প্রতি বছর এ আশ্রমে উৎসব উদযাপন করা হয়।যার ধারাবাহিকতায় এবারের উৎসবে ব্যাপক ভক্ত সমাগম ও মহাপ্রসাদ বিতরণ চলে।শনিবার দধিভান্ড ভঞ্জন মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসব শেষ হবে।

Exit mobile version