Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কুশিয়ারা নদীতে নৌকা বাইচ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রানীগঞ্জ কুশিয়ারা নদীতে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। মঙ্গলবার আকর্ষনীয় নৌকা বাইছ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতায় তিন নৌকা অংশ গ্রহন করে। নৌকাগুলো হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের আলাগদি গ্রামের মানিক মিয়ার রিয়াজ পবন, পাইলগাঁও গ্রামের শাহ দামড়ী’র জলপরী, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের তাহির মিয়ার শাপলা জল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলাগদি গ্রামের রিয়াজ পবন, দ্বিতীয় স্থান অর্জন করে বাগাউড়া গ্রামের শাপলা জল এবং তৃতীয় স্থান অর্জন করে পাইলগাঁও গ্রামের শাহ দামড়ী’র জলপরী। পরে বিজয়ী নৌকাদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য বাগময়না গ্রামের মোঃ আজাদ মিয়া, আব্দুল আলী, মোঃ জবরুল ইসলাম, মোঃ আরজান মিয়া, মোঃ কাপ্তান মিয়া, মোঃ বাতির মিয়া, মোঃ ছালেহ হক, সোহেল আহমদ, মোঃ শাহি আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল তাহিদ জুয়েল, হালিম মিয়া, সেনুজ মিয়া, আবুল কাসেম, ফেরদীস মিয়া, মোঃ ছোট মিয়া, আখলিছ মিয়া, মোঃ রকিব মিয়া, মোঃ গুলফর মিয়া, মোঃ কাপ্তান মিয়া, মোঃ লিলু মিয়া, মোঃ ইকবাল হোসেন, রানা মিয়া প্রমুখ।

Exit mobile version