Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কৃতিসন্তান সাবেক বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার রিভিউ খারিজ, ৩ জনের ফাঁসি বহাল

স্টাফ রিপোর্র্টার :: জগন্নাথপুরের কৃতিসন্তান সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদন্ড চূড়ান্ত রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আনোয়ার চৌধুরীর আপন চাচাত্ব ভাই শাহ রুমী চৌধুরী। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, আমরা এ রায়ে খুবই সন্তেুাষ্ট। দ্রুত এ রায় কার্যকর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদন্ডের চূড়ান্ত রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার রায়ের পুনর্বিবেচনা চেয়ে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর দুইজন হলেন, শরীফ শাহেদুর আলম ওরফে বিপুল ও দিলোয়ার ওরফে রিপন।

এই রায়ের ফলে মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে এখন আর কোনো আইনি বাধা নেই। তবে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন তারা। তারা এ আবেদন না জানালে বা আবেদন প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আফরোজ বখত চৌধুরী জৈষ্ট্য পুত্র আনোয়ার চৌধুরী শিশুকালেই পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি দেন। আনোয়ার চৌধুরী বাংলাদেশে বৃটিশ হাই কমিশনারের দায়িত্বেপালে ২০০৮ সালে নিজ ভিটা প্রভাবকরপুর আসেন এক মাত্র ফুফু সামছুন্নেচ্ছা চৌধুরীকে দেখতে আসেন। ফুফু সামছুন্নেচ্ছা ৪ বছর পূর্বে ইন্তেকাল করেন। বর্তমানে তাঁর আপন চাচাত্ব ভাই শাহ রুমী চৌধুরী পরিবার পরিজন নিয়ে তার পৈতিক ভিটায় বসবাস করছেন।

Exit mobile version