Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কেশবপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তি

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পতি হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কেশবপুর বাজারে জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের মধ্যস্থতায় নিস্পত্তি ঘটে।
এ উপলক্ষে প্রবীন ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদের সভাপতিত্বে এক এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসি বশর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া, প্যানেল মেয়র শফিকুল স্থানীয় ওযার্ড কাউন্সিলর তাজিবুর রহমান, পৌরকাউন্সিলর দিলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ মুরব্বি হাজী আলা মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপ্রধান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, সকাল ভেদাভেদ ঔক্যবদ্ধ হয়ে ভুলে সুন্দর সমাজ নির্মাণে সবাইকে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত গত দুই তিন মাস ধরে কেশবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া ও কালা আছকির আলীর পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে পূর্ব চলছিল।

Exit mobile version