Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংর্বধনা অনুষ্ঠিত

সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরা হচ্ছেন দেশ গড়ার কারিগর। তাই শিক্ষকদেরকে একটি সুশিক্ষিত জাতি গঠনে কারিগর হিসেবে আন্তরিকতার সহিত কাজ করার মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার আহ্বান জানিয়ে বলেন বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার সহিত কাজ করে সরকারের প্রচেষ্ঠাকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুশিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি কর্তৃক আয়োজিত তৃতীয় কৃতি শিক্ষার্থী সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোরারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্টিত সভায় যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার খাঁন এর সভাপতিত্বে ও গোরারগাঁও মুসলিম স্টুডেন্ট ইউনিটি সাধারন সম্পাদক সুহেল হাসান ও সিনিয়র সদস্য শের আলীর যোথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত কান্তি দেব, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র রঞ্জন দে, জমাত উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ, গোরারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালেয় প্রধান শিক্ষিকা সীমা রানী, শিক্ষানুরাগী সাবেক মেম্বর লাল মিয়া । অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাজন মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবী ছালিক মিয়া, আনা মিয়া, আকিক মিয়া, মজিদপুর ইডুকেশন ট্রাষ্টের সাধারন সম্পাদক লায়েক আহমদ, এমসি কলেজের শিক্ষার্থী রিয়াদ মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, সদস্য সাজন মিয়া, সাইফুর রহমান, সাইজুর রহমান, রিমন মিয়া , রুমন মিয়া, শিব্বর মিয়া । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুফিয়ান মিয়া । অনুষ্টানে শেষে ৮০ জন এসএসসি/এইচএসসি কৃতি শিক্ষাথীদের্র মধ্যে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদপত্র বিতরন করেন ।

Exit mobile version