Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের জগন্নাথ জিউড় কেন্দ্রীয় মন্দিরে চলছে ষোলপ্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথ জিউড় আথড়াস্থ কেন্দ্রীয় শ্রীমন্দিরে ১৬প্রহর ব্যাপী ২৯তম বার্ষিক নামযজ্ঞনুষ্ঠান চলছে। শুক্রবার অধিবাশের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আজ শনিবার চলে নামযজ্ঞানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ। নামযজ্ঞানুষ্ঠানে নাম সুধা পরিবেশন করছেন মীরা বধূয়া সম্প্রদায় গোপালগঞ্জ, শিব শংকর সম্প্রদায় বরগুনা, ভক্ত গোপাল সম্প্রদায় হবিগঞ্জ, শ্রীনাম সংজ্ঞ জামালগঞ্জ, দিপা সম্প্রদায় গোপালগঞ্জ,নবসখি সম্প্রদায় কুলাউড়া মৌলবীবাজার, সোমবার বিশিষ্ট কীর্ত্তনিয়া শ্রী নিরঞ্জন দে নামযজ্ঞানুষ্ঠান সমাপনান্তে দধিভান্ড ভঞ্জন ও মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ৩দিন ব্যাপী উৎসবের উদ্বোধনী এক আলোচনাসভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটি ও কেন্দ্রীয় শ্রীমন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান আতিথির বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ব, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বীরেন্দ্র কুমার দে বীরবাবু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুরের বাসিন্দা অধ্যক্ষ ননী গোপাল দাস, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চন্দ্র দেব, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বনিক, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র রায়, শুশান্ত কুমার রায়, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও উদযাপন কমিটির সহ সভাপতি সতিশ গোস্বামী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় শ্রীমন্দির পরিচালনা কমিটির সেক্রেটারী বিজন কুমার দেব। অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব কুমার বনিক, শিক্ষক অনন্ত পাল। সভা পরিচালনা করেন নামযজ্ঞানুষ্ঠানের কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ। সভায় শুরু থেকে নামযজ্ঞানুষ্ঠানে অবদান রাখায় জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা এলাকার বাসিন্দা স্বর্গীয় ডাঃ সুধীর চন্দ্র গোপ, বাড়ী জগন্নাথপুরের ভরতপুর এলাকার বাসিন্দা স্বর্গীয় শরৎ চন্দ্র দেবনাথ, বাসুদেব বাড়ী এলাকার বাসিন্দা স্বর্গীয় সীতেন্দ্র চন্দ্র বনিক ও ভবানীপুর এলাকার বাসিন্দা স্বর্গীয় ডা: পান্না লাল চক্রবর্তীকে মরনোত্তর সম্মাননা জগন্নাথপুরের কৃতি সন্তান মৌলভী বাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল দাস, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নয়ন রঞ্জন বনিক, বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুরের ভারত চন্দ্র রায়ের উত্তাধিকারী সুভাষ চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল দেব, বিশিষ্ট ব্যবসায়ী প্রনয় কান্তি সুত্র সূত্রধরকে সম্মননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া মন্দির উন্নয়নে সুভাষ চন্দ্র রায় নগদ ১লাখ টাকা অনুদান প্রদান করেন।

Exit mobile version