Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের নয়াবন্দর-খাঠলখাইড় সড়ক সংস্কারের দাবীতে দুইদিনের কর্মসুচী পালিত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবেরবাজার-নয়াবন্দর-খাঠলখাইড় সড়ক সংস্কারের দাবীতে দুইদিনের কর্মসুচী পালন করা হয়েছে।
উপজেলার নয়াবন্দর, দাওরাই, শাহাপাড়া, সৈয়দপুর এলাকার পরিবহন শ্রমিক সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজ সোমবার বৃষ্টি উপেক্ষা করে সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্থানীয় নয়াবন্দর বাজারে তিন ঘন্টাব্যাপি ধর্মঘট কর্মসুচী পালনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসুচী পালন করা হয়। এর আগে রোববার এক মানববন্ধন ও প্রতিবাদসভা কর্মসূচী পালন করা হয়।
নয়াবন্দর, দাওরাই, শাহারপাড়া, সৈয়দপুর মাইক্রোবাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা ঐক্য পরিষদের সভাপতি ফারুক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর ধওে সড়কটি যানচলাচলের অনুপযোগী। আমরা বারবার আবেদন করেও সড়কের সংষ্কার কাজের ব্যাপারে কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। তাই বাধ্য হয়ে আবারো সড়ক সংষ্কারের দাবিতে আন্দোলনে নেমেছি।
আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা তরুণ সমাজকর্মী রাসেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কটির কারণে বর্তমান সরকারের এ উপজেলায় অনেক বড় বড় অর্জন ম্লান হচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে উপজেলার বাসিন্দারা। এব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহনের দাবি জানান।
প্রসঙ্গত ২০১৫ সালের জুন মাসে সজিব দাশ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চার কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়। কিছু কাজ করার পর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার বাতিলের উদ্যোগ নিলে ঠিকাদার উচ্চ আদালতের শরনাপন্ন হন। এরপর থেকে আইনিজটিলতায় সড়কের কাজ বন্ধ রয়েছে।

Exit mobile version