Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের পাটলী যুব সংঘের নবম বৃত্তি বিতরণী অনুষ্ঠানে ব্যারিষ্টার এম এনামুল করিম ইমন- বাঙ্গালী জাতির সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে লালন করে আমাদেরেকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার-::সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, ৭৫এর পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও দুর্নীতিবাজরা ঢুকে গেছে। যে কারণে ভালো মানুষরা রাজনীতিতে আসার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তিনি বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে কী হতে চাও জানতে চাইলে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় বলে কেউ রাজনীতিবীদ হতে চায় তখন দুঃখ হয়। কারণ ৭০ এর নির্বাচনে এদেশের জনগন সৎ আর্দশবান রাজনীতিবীদকে নির্বাচিত করে এদেশের স্বাধীনতাকে ত্বরান্ধিত করেছিল। তিনি বলেন ছোটবেলায় দেখেছি আপনাদের এলাকার সন্তান আমার প্রয়াত পিতা মরহুম আব্দুর রইছ আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সততাকে পুঁজি করে আপনাদের ভালোবাসা নিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছিলেন। পিতার সেই সততাকে লালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক মুল্যবোধকে জাগ্রত করতে আমি আপনাদের একজন হয়ে মানবতার কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন, আমরা স্বাধীনতার চেতনাকে লালন করে বাঙ্গালী সংস্কৃতি ও বাঙ্গালী মুসলাম হয়ে এই প্রকৃতির সাথে মিলেমিশে চলতে চাই। কারণ আমরা চাইলেও পাকিস্তানী কিংবা মালেশিয়ান মুসলমান হতে পারব না। আমাদেরকে বাঙ্গালী সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্ঠা করছি কিন্তুু যখনি বাঙ্গালী জাতি মাথা উঁচু করে দাঁড়াতে গেছে তখনি দেশের বিরুদ্ধে সড়ষন্ত্র শুরু হয়েছে। সুনিপূনভাবে আমাদের শিক্ষার্থীদের মনে ভীতি সৃষ্টি করতে পাঠ্য বইয়ের ইতিহাস বিকৃতি ও অ তে- অজগর এর মতো ভীতিকর শব্দ জুড়ে দিয়ে শিক্ষার্থীর মনে নেগটিভ ধারণা তৈরী করা হয়েছে। আমরা অ তেÑ অপূর্ব বাংলাদেশ হিসেবে আমাদের দেশকে দেখতে চাই। কারণ আমাদের আছে সমৃদ্ধ ইতিহাস ও নিজস্ব সংস্কৃতি। এসবকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এজন্য তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে বাঙ্গালী সংস্কৃতি ও স্বাধীনতার মূল্যবোধকে জাগ্রত করার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার পাটলী যুব সংঘ আয়োজিত নবম প্রাথমিক বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি পাটলী যুব সংঘের উন্নয়নে এক লাখ টাকা অনুদান ঘোষনা করেন। পাটলী যুব সংঘের সভাপতি নোমান শাহ কেনান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহেল মিয়ার সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,পাটলী যুব সংঘের প্রতিষ্ঠাতা এডভোকেট হোসেন আহমদ,পাটলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলী, পাটলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সফিউল করিম,সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ লিটন,বর্তমান সহ-সভাপতি একে এম জামাল, শাহাজাহান আলী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লালা মিয়া, রসুলগঞ্জ মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জমশেদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন,সাইফুল ইসলাম রিপনম,নজরুল ইসলাম,এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, ছাতক উপজেলা যুবলীগ নেতা ছায়াদুর রহমান ছায়াদ, ছাত্রলীগ নেতা কৃপেন্দ্র চন্দ্র দাস উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ চৌধুরী,সফিক মিয়া, পৌর যুবলীগ নেতা মাছুম আহমদ, নিজামুল করিম, সুজিত কুমার দে, ইব্রাহিম মিয়া, আজহারুল হক শিশু প্রমুখ পরে অতিথিরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

Exit mobile version