Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ফসল হারানো ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বেড়িবাঁধ ভেঙ্গে বোরো ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে শানন্তা দিতে হাওর এলাকার কৃষকদের পাশে রয়েছেন। তিনি উপজেলার বৃহৎ হাওর নলুয়া, মইয়া,পিংলাসহ ক্ষতিগ্রস্থ হাওরগুলো ঘুরে দেখে ফসল হারানো কৃষকদের সাথে কথা বলে তাদের শানন্তা দিচ্ছেন। গত কয়েক দিন ধরে তিনি উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখেন ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধন সরকার। তাই কৃষকদের পাশে সব সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকতার সহিত রয়েছে এবং থাকবে। তিনি বলেন চৈত্র মাসে আকস্মিক অকাল বণ্যা ও টানা বৃষ্টিপাতে বেড়িবাঁধ ভেঙ্গে ফসল হারানোর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও ব্যতিত হয়ে কৃষকদের সহযোগীতা করতে সরকারের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। তিনি শনিবার হাওরঘুরে কৃষকদের সাথে কথা বলবেন বলে ইতিমধ্যে আমাকে জানিয়েছেন। ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুরের ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কৃষকদের নায্য অধিকার আদায়ে ও জগন্নাথপুরবাসীর সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নের্তৃত্বে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Exit mobile version