স্টাফ রিপোর্টার:;
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুরের বাসিন্দা
বাউল শিল্পী ছুরত মিয়া মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কেশবপুরের বাসিন্দা কবি ও ছড়াকার সালাউদ্দিন আহমদ মিঠু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
বাউল কণ্ঠ শিল্পী ছুরত মিয়ার নিজের রচিত অসংখ্য জনপ্রিয় গান লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তিনি সিলেট অঞ্চলে একজন জনপ্রিয় বাউলশিল্প ছিলেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।