Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ভাইস চেয়ারম্যান মুক্তাদীরসহ সুনামগঞ্জের ৫জনপ্রতিনিধি ইউপিজিপি ও ইউজেডজিপি এর পলিসি বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে অংশ গ্রহণ করবেন

স্টাফ রিপোর্টার:: ইউপিজিপি ও ইউজেডজিপি এর পলিসি বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে অংশ গ্রহণ করবেন সুনামগঞ্জের ৫ স্থানীয় সরকার জনপ্রতিনিধি। আগামী ১০-১১ ডিসেম্বর ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইল এ সকাল ৯টা থেকে দুই দিন ব্যাপী এই আর্ন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরনের ওপর সম্পাদিত বিভিন্ন গবেষনা প্রতিবেদনের ফলাফল ও সুপারিশমালা অংশীজনদের অবহিত করণ এ সেমিনারের উদ্দেশ্য। দেশের ও বিদেশের ২৫০ জনের অধিক প্রতিনিধি এ গুরুত্বপূর্ণ সন্মেলনে অংশ নেবেন। শ্রীলংঙ্কা,ফিলিপাইন ও ভারত থেকে আগত প্রতিনিধিগন স্ব স্ব দেশের স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরনের ওপর উপস্থাপনা করবেন। উক্ত আর্ন্তজাতিক সেমিনারে সুনামগঞ্জের অংশ গ্রহনকারী জনপ্রতিনিধিরা হলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা,জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া,শাল্লার বাহাড়াই ইউনিয়নের চেয়ারম্যান ব্রজলাল দাস,দরগাপাশা ইউনিয়নের সদস্য কবিতা রানী দাস। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরনের ওপর আন্তজাতিক সন্মেলনে অংশ গ্রহণকারী হিসেবে আমন্ত্রনপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,সুনামগঞ্জের ৫ জনপ্রতিনিধিসহ দেশের – বিদেশের ২৫০ জনের অধিক প্রতিনিধি এ গুরুত্বপূর্ণ সন্মেলনে অংশ নেবেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণ বিষয়ে তাদের উপস্থাপনা তুলে ধরবেন। এসব উপস্থাপনা স্থানীয় সরকার শক্তিশালী ও বিকেন্দ্রীকরনে নতুন অভিজ্ঞতার সঞ্চয় করবে।

Exit mobile version