Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মীরপুরে নির্দলীয় নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন- আজ সভা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়নে নির্দলীয় নির্বাচন বাস্তবায়ন কমিটি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠন করা হয়েছে। আব্দুল কাদির’কে আহবায়ক, সাদেকুর রহমান সাদ, মোস্তফা আলী, জাহানে আলম বাদশা মিয়া, এম. সোহেল, আং লতিফ, বিলাল আহমেদ- কে যুগ্ন আহবায়ক ও আবুল বাশার খোকন’কে সদস্য সচিব এবং বশির মিয়া, তানভীর আলম পিয়াস, হূমায়ূন খান-কে সিনিয়র সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির উদ্যেগে আজ বিকলে তিনটায় মীরপুর বাজারে এক বিরাট সভার আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার মিরপুর ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে হচ্ছে না। জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার সীমান্ত নিয়ে বিরোধের কারণে নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন দুই ইউনিয়নবাসী। এ নিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নির্বাচন বঞ্চিত মিরপুর ইউনিয়নবাসী ক্ষোভ প্রকাশ করে সকল সমস্যার সমাধান করে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের এ ন্যায্য দাবি আদায়ের লক্ষেই তারা এ কমিটি গঠন করেছেন বলে জানান কমিটি গঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত কমিটির উদ্যোগে আজ সোমবার এক সভার আয়োজন করা হয়েছে বলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক এম সুহেল আহমদ। মীরপুর বাজারে বিকেলে এসভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

Exit mobile version