Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাক্ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাক্ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। সকাল থেকেই নানা সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হন। এসময় প্রতিষ্ঠান প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. সত্যজিৎ রায় তালুকদার ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সাবেক সভাপতি হরমুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সবুজ সাথী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনসার আহমদ, আব্দুল ওয়াদুদ, ইকবাল হোসেন আনা, নজির উদ্দিন আহমদ, গোলাম কিবরিয়া, সুনীল চন্দ্র নাথ, মনু মোহাম্মদ মতছির, মদব্বির হোসেন, আবুল বশর, অধ্যাপক আব্দুল আহাদ, আবুল খায়ের মোহাম্মদ নোমান, আব্দুল হান্নান, রমজান আলী ছানা, অ্যাডভোকেট মতিউর রহমান, সাদিকুর রহমান সাদ, আমির হামজা, আরিফ শাহরিয়ার, দিলোয়ার হোসেন, মারজানা বেগম লাভলী, জামাল হোসেন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমদ ও পবিত্র গীতাপাঠ করেন শিক্ষার্থী জুঁই পাল।
প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের প্রয়াত সকল শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বেতার টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনসার আহমেদ জানান, ১৯৩১ সালে প্রতিষ্ঠিত মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন করতে আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রাক্ পুনর্মিলনী উদযাপন করলাম। এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মীরপুরবাজারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

Exit mobile version