Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জে গরু ব্যবসায়ীর ১লাখ টাকা ছিনতাই-২ ছিনতাইকারীকে পুলিশে সোর্পদ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ববপুর গ্রামের এক ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গন্ববপুর গ্রামের ফজলু মিয়া মঙ্গলবার রাতে রানীগঞ্জ বাজার থেকে গরু বিক্রি করে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তার কাছ থেকে জোর পূর্রক গরু বিক্রির ১ লাখ টাকা জোরকরে ছিনিয়ে নিয়ে যায়। তিনি ছিনতাইকারীদের চিনতে পেরে চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হতে থাকেন। পরে রানীগঞ্জ বাজার থেকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গুলজার মিয়া ও আলীশা মাহমুদ নামে দুইজনকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপদ করেন। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আজমল হোসেন মিঠু জানান, ছিনতাইকারীরা দরিদ্র গরু ব্যবসায়ী ফজলু মিয়ার ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ইকড়ছই গ্রামের গুলজার ও আলীশা মাহমুদ নামে দুই ছিনতাইকারী যু্বককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এ সংবাদ লেখাকালীন সময় রাত পৌনে একটায় জানান,এই মাত্র সবাই থানায় এসেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

Exit mobile version