Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔষধি গাছ রোপন

রানীগঞ্জ প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঔষধি গাছ রোপন কর্মসুচীর উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আনুষ্টানিকভাবে এ কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, শাহজালাল সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহিদুর রহমান, কুবাজপুর কাওমি মাদ্রাসার প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, কুবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলেন্দু দাস তালুকদার, রানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকিত মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিলাদ মিয়া, আওয়ামীলীগ নেতা গ্রামের প্রবীন মুরব্বি আনফর আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, শিবগঞ্জ থেকে রানীগঞ্জ রাস্তার ৯ কিঃ মি, দোস্তপুর থেকে সুন্দরপুর ২কিঃমি, ও নারিকেলতলায় ১কিঃমি রাস্তার দু’পাশে দু হাজার ৫শত ঔষধি গাছ রোপন এর কমূসুচীর উদ্বোধন করা হয়।

তাং-২৭-০৯-১৬

Exit mobile version