Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ে দুই হাজার শিক্ষাথীর সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ের দুই হাজার শিক্ষাথীর কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছে। শনিবার শাহজালাল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আটটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসা নিয়ে গঠিত শাহাজালাল এডুকেশন একপ্লেক্স এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সমবেথ কন্ঠে এ জাতীয় সঙ্গীতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
IMG-20160326-WA0008আলোচনা সভায় শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এর সভাপতিত্বে ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বার্মিংহাম ইউনিভার্সিটির সাবেক গর্ভনর শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন এমবিই,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম,প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ইছহাক আলী,আলহাজ্ব রফিক মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম আজমল, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,বালিকান্দি মাদ্রাসার সুপার জমির উদ্দিন,শাহজালাল মহাবিদ্যালয় গর্ভনিং বডির সদস্য ফখরুল হোসেন, নজরুল ইসলাম,আমিনুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক এনামুল কবির।

Exit mobile version