Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সন্তান বৃটেনের কিতলির মেয়র ফুলজারকে আজ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান যুক্তরাজ্যের কিতলি মেয়র মোঃ ফুলজার হোসেনের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ২৬ ফেব্রুয়ারি
যুক্তরাজ্যে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। কিতলির মেয়র ফুরজার আহমেদ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল বারীর ছেলে। আজ রোববার
ফুলজার আহমদের প্রতিনিধি দল নিয়ে জন্মভিটা সাচায়ানী গ্রামে সফর করবেন। ওই দিন বিকেলে গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁদেরকে সংবর্ধনা প্রদান করা হবে। প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাজ্যের কিতলির এমপি জন গ্রোগান, ব্র্যাফোর্ড লর্ড মেয়র জাফর আলী, ব্র্যাফোর্ড লর্ডের সাবেক মেয়র বর্তমান কাউন্সিলর আবিদ হুসেন, কাউন্সিলর ক্যাথ বেকন, কানীয আক্তার, জেইন আর্নল্ড, মানজ জশি, বাভনা জশি, গ্রাহাম স্বাইন, শাহিদুর রহমান, হুমায়ুন ইসলাম, আশরাফ মিয়া, আব্দুল মতলিব চৌধুরী, সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সহ ১৫ সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদ বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয়ম সভা করবেন।
জগন্নাথপুরে প্রতিনিধি দলের আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারনা চলছে গত কয়েকদিন ধরে।
সাচায়ানি গ্রামের প্রবীন মুরব্বী সাচায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার বলেন, ফুলজার আহমদের শুধু আমাদের গ্রামের গর্ব নয়। তিনি বাংলাদেশকে আলোকিত করেছে বৃটেনের মাটিতে। নাড়ির টানে প্রবাসে বসবাস করলেও নিজ দেশের আত্ম সামাজিক উন্নয়ন বিশেষ ভুমিকা রাখছেন। তাই আমরা তাদেরকে আজ সংবর্ধনা দেবো।

Exit mobile version