স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের শেষ সীমান্তবর্তী এলাকায় বুধবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিন জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা লোকজন জানান, জগন্নাথপুরের পাশ্ববর্তী ছাতক উপজেলার শক্তিরগাঁও গ্রামে চন্দন মিয়া ও বুরহান উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে বাড়ীর সীমানাকে কেন্দ্রে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গতকাল সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩জন আহত হন। আহতদের মধ্যে রুসনা বেগম (৩৫), হেলেনা বেগম (৩০) ও লেবু মিয়া (৩২) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছেন। আমরা তাদেরকে চিকিৎসা নিচ্ছি।