Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সৈয়দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার দিনব্যাপি !সৈয়দপুর যুব পরিষদ’র উদ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এলাকার ৬শত দরিদ্র লোকজনকে চিকিৎসা প্রদানসহ তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
চিকিৎসকদের মধ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক ড: সৈয়দ শহিদুল ইসলাম, ডা: সৈয়দ মারজান আহমদ, ডা: সৈয়দ হাফিজুর রহমান তানভীর, রাকিব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা: সৈয়দ খুররম আহমদ, ওসমানি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা: সৈয়দা নাহিদা ইসলাম জুঁইসহ ১৫ জন চিকিৎসক ছিলেন।

সমন্বয়কারী আবু তারেকের সভাপতিত্বে এ
উপ সমন্বয়কারী অর্থ ও সৈয়দ রাকিব আহমদ এবং উপ সমন্বয়কারী দপ্তর সৈয়দ সাকিব’র যৌথ পরিচালনায় এতে উপস্তিত ছিলেন লে, (অব:) কর্নেল সৈয়দ আলী আহমদ, মো: ফজলুর রাহমান, অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজুয়ান আহমদ, সৈয়দ মনুয়ার আলী, সৈয়দ মোছাববির আহমদ, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউ/পি প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ জুয়েল মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ এমদাদ মিয়া, ৩নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ জাহেদ মিয়া,উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আবুল মমিন নাসির,

সংগঠনের উপ সমন্বয়কারী অর্থ সৈয়দ রাকিব আহমদ, উপ সমন্বয়কারীর কার্যকরী সদস্য, মাও মোছাদদিক আহমদ, কার্যকরী সদস্য মির্জা আবুল বরাত, সৈয়দ শফিকুল ইসলাম, মিজান কোরেশী, সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দ মোহাদদিস আহমদ, সৈয়দ মোহাদদিস আলী, মো: রাসেল আহমদ, কাউসার উল হাসান, সৈয়দ হাফিজুর, দিদার দেওয়ান, সৈয়দ মুরাদ আহমদ, সৈয়দ হাফিজ আলমগির, সাকাল আবদিন, সৈয়দ পিপু।

দোয়া পরিচালনা করেন সৈয়দপুর হাফিজিয়া হোসাইনিয়া আরবিয়া টাইটেল মাদ্রাসার মোহতামিম হাফিজ সৈয়দ ফখরুল ইসলাম।

Exit mobile version