Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সৈয়দপুরে বিএনপির নেতার মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদসভা

আজ মঙ্গলবার অক্টোবর বিকেলে ৫টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারে গনতন্ত্রের যোদ্ধানেত্রী আপোষহীননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা ফরমায়েশি রায় বাতিল চেয়ে ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ লুৎফুর কামালী মুক্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী আহমদ দুলা মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাহিন তালুকদারের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, বিএনপি নেতা সৈয়দ খাইরুল ইসলাম, সৈয়দ আজমল হোসেন, সৈয়দ আক্কাছ মিয়া, আ:হামিদ, ওমর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলনেতা সৈয়দ শফিকুর রহমান, সৈয়দ ইসহাক, মোঃ রওশন মিয়া, বিএনপি নেতা মাসুক উল্লাহ, সৈয়দ আলমগীর, যুবনেতা সৈয়দ মিজান, সৈয়দ আবু বক্কর, মোঃ আব্দুল লতিফ, রুহেল আমদ, মো:রোমেল, মো লুৎফুর রহমান, ছাত্রদলনেতা খোর্শেদ আলম, মো:আ হক কামালী, মো: ওদুদ কামালী, সৈয়দ মনোয়ার, সুজেল খান, মিসবাহ কামালী, মো: মহসিন, আবিদ মল্লিক, মো: শিপন, মারজান, সাদিক, তাহমিদ, আখতার, তারেক, সেবুল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয়নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন এদেশের জনগণের ভোটের মাধ্যমে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী, যার স্বামী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গনতন্ত্রের প্রবক্তা এবং সবচেয়ে সফল রাষ্ট্রপতি মেজর জেনারেল মরহুম জিয়াউর রহমান, আজ এই সফল রাষ্ট্রনায়ক এর সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ফরমায়েশি রায় দিয়ে বন্দি করে রাখছে এ স্বৈরাচারী সরকার। যার উদেশ্যে একটাই বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে ২০১৪ সালে ৫ই জানুয়ারির মতো একটা প্রহসনমূলক নির্বাচন। বক্তারা আরো বরেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীদিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর ফরমায়েশি রায় বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না, জনগণ তা মেনে নেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করব। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহ সহভাপতি লূৎফুর কামালীকে অবিলম্বে মুক্তি দাবী জানিয়ে এ মানবন্ধন সমাপ্তি হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 

Exit mobile version