Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের হাওর ডুবানো সেই ঠিকাদার এবার ডুবাল সড়ক

বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুরের একটি সড়কের কাজ অসমাপ্ত রেখে জনগনকে অবর্ননীয় কষ্ট দিচ্ছে বলে অভিযোগ উঠেছে হাওরের বোরো ফসল ডুবানো এক ঠিকাদারের বিরুদ্ধে। এনিয়ে জগন্নাথপুর উপজেলাবাসীর ক্ষোভের শেষ নেই। গত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে ভাঙ্গা ছোড়া এই সড়কটি এখন পানিতে ডুবি যাচ্ছে। বুধবার সড়কের অধিকাংশ স্থান জুড়ে পানিতে তলিয়ে গেছে। ঝুকিপূর্ন অবস্থায় যানবাহন চলাচল করছে। যে কোন মূর্হুতে সড়কের যানচলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এলাকাবাসী জানান, গত বছর জগন্নাথপুর উপজেলার ভবেরবাজর-নয়াবন্দর- গোয়ালাবাজার সড়কের ১১ কিলোমিটার অংশে চার কোটি ২০ লাখ টাকার কাজের ঠিকাদারী পায় সজিব রঞ্জন দাশের ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই ঠিকাদার জগন্নাথপুরের নলুয়া ও মইয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজের বরাদ্দ নিয়ে সময়মতো কাজ না করায় হাওর তলিয়ে যায়।
জগন্নাথপুরের হাওর ডুবির খলনায়ক ঠিকাদার সজিব রঞ্জন দাশের ঠিকাদারী প্রতিষ্ঠান এবার জগন্নাথপুরের মানুষকে ভবেরবাজর নয়াবন্দর-গোয়ালাবাজার সড়কে কাজ না করে অবর্ণনীয় দুর্ভোগে ফেলে দিয়েছে।

জানা গেছে, সজিব রঞ্জন দাশের ব্যবসায়িক অংশিদার (সাব কন্ট্রাকটর) জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মাসুম আহমদ কাজ নিয়ে কিছু কাজ করে অধিকাংশ কাজ ফেলে রেখেছেন।
২০১৬ সালের ১৩ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ওই সময়ে কাজ শেষ হয় মাত্র ৩৫ শতাংশ। তাও আবার নিয়ম অনুয়ায়ী ৫০০ মিটার ভাঙ্গার পর ৫০০মিটারের কাজ শেষ করে আরো নতুন ৫০০ মিটার ভাঙ্গার কথা থাকলেও মেশিনের টাকা বাচাতে পুরো সড়কের অংশ ভেঙ্গে রেখেছেন।
এলজিইডির ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী হাবিবুর রহমান জানান, আমরা চারবার ঠিকাদারকে তাগিদপত্র দিয়ে কাজ শেষ করানোর চেষ্ঠা করে ৩৫ শতাংশ থেকে ৪২ শতাংশ কাজ করিয়েছিলাম। গত বছরের অক্টোবর মাসে চুক্তি বাতিলের চিঠি দিলে ঠিকাদার ২০১৬ সালেল ১৭ নভেম্বর হাইকোর্টের শরনাপন্ন হয়ে কাজের মেয়াদ বাড়ানোর জন্য রিট পিটিশন দায়ের করেন। যার প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত সময় বাড়িয়ে দেয়া হয়। ওই সময়ে আরো কিছু কাজ করেন। পরবর্তীতে আরো তিন মাস সময়বৃদ্ধির আবেদন করেন। আদালত আরো তিন মাসের সময়বাড়িয়ে দেন। যারসময়সীমা উত্তীর্ণ হয় চলতি বছরের ৩০মে। ওই সময়ে কাজের বিল উত্তোলন করেন ১ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৫৪২ টাকা।
কিন্তু আদালতের সময়সীমা ও নির্দেশনার সময় পেরিয়ে গেলেও ঠিকাদার কাজ ফেলে এলাকার লাখো মানুষকে জনদুর্ভোগে ফেলে রেখেছেন।
এদিকে মঙ্গলবার বিকেলে ওই সড়ক পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবেদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভবেরবাজার-নয়াবন্দর-গোয়ালাবাজর-কাঠালখাইড় সড়কের দুর্ভোগের কথা বর্ণনা করার ভাষা নেই। বড় যানবাহন চলাচল অনেকদিন ধরে বন্ধ। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে সড়কের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। যে কোন মুর্হুতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যেথে পারে।

ওই সড়কের কাজের দায়িত্বে থাকা সাবকন্ট্রাক্টর সৈয়দ মাসুম আহমদ জানান, দরপত্রের সঙ্গে কাজের কোন মিল নেই। কাজ শুরু করার সময় সড়কের ক্ষতি হয়েছে। সড়কের ধরন পরিবর্তন হয়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব বিষয়ের প্রমানপত্র অফিসে জমা আছে। আমি যেটুকু কাজ করেছি ওই কাজের বিল না দিয়ে কাজ বাতিলের চিঠি দেয়ায় আদালতের শরনাপন্ন হলে আদালত থেকে সময় পাই। ওই প্রাপ্ত সময়ের মধ্যে কাজ করি। এরপর বৃষ্টি হওয়ায় আর কাজ করাতে পারিনি।

জগন্নাথপুরের এলজিইডির উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সড়কটির কাজ শেষ করতে ঠিকাদারকে অনেক আকুতি মিনতি করেছি। তিনি নিজেও উক্ত সড়ক নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন বলে জানান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী সড়কের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে তিনি জানান।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সড়কে করুন অবস্থা বিরাজ করছে। জনদূর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু সংস্কার কাজ করার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।

Exit mobile version