Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেছেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর। রোববার তিনি উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওরের ফসল রক্ষার বিভিন্ন বাঁধের কাজ ঘুরে দেখেন। বাঁধ নির্মাণ কাজ পরির্দশন কালে তিনি হাওরপাড়ের কৃষক, পাউবো কর্মকর্তা ও পিআইসির সভাপতিদের সাথে কথা বলেন। তিনি দ্রুত শালিকার বেড়িবাঁধসহ কয়েকটি বাঁধের কাজ সঠিকভাবে শেষ করতে নির্দেশ দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক আলী আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
DSC_0099 জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পরির্দশনশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরের বেড়িবাঁধ নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। যেসব বাঁধে কম কাজ হয়েছে সেগুলোতে দ্রুত সঠিকভাবে কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে জগন্নাথপুরের হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে।

Exit mobile version