Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের হিজলা স.প্রা.বিদ্যালয়ে মা সমাবেশ ও স্কুলব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে বিদ্যালয়ে প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল আমীন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় কৃষ্ণ দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ফারুক আহমদ। বক্তব্য দেন স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন সাজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দাল মিয়া, ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ,সমাজকর্মী সানোয়ার হাসান শায়েক প্রমুখ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বর্তমান সরকার একটি শিক্ষিত জাতি গঠন করতে চায়।শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি মায়েদেরকে ভুমিকা রাখতে হবে। তিনি বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে সবাই মিলে সহযোগিতা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,শিক্ষাক্ষেত্রে সরকারের পাশাপাশি সবার ব্যয়বৃদ্ধি করতে হবে। সবাইমিলে আমরা শিক্ষিত রাষ্ট্র গড়তে চাই।
সভায় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাশিম বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ প্রদানের ঘোষণা দিয়ে বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষা কে এগিয়ে নিতে চাই।
পরে শিক্ষার্থীদের মধ্যে কলকলিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়।

Exit mobile version