1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত কুমার দাসের (৩০) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে ‘জগন্নাথপুর থানার সকল শ্রমিক ও জনসাধারণ’র ব্যাপারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।
এতে উপজেলান বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের সদস্যরা অংশ নেন।

জগন্নাথপুর পূর্বপাড় পৌর পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম খেজর বলেন, সুজিত আমাদের ভাই। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর খুনিদের ফাঁসি চাই। যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়। তাহলে উপজেলার সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা কর্মবিরতি পালন করব।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা শ্রমিকদের শান্ত থেকে পুলিশকে সহযোগিতা করতে বলেছি। আশা করছি, দ্রুতই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিক্সাচালক সুজিত কুমার দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com