বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে মৌসুমের প্রথম বৃস্টির দেখা মিলেছে। এতে কৃষকের মধ্যে আনন্দের পাশাপাশি স্বস্তি ফিরেছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটে ঝডো হাওয়ার সঙ্গে উপজেলায় ওপর দিয়ে বৃস্টি বয়ে যায়। প্রায় আধাঘন্টা বয়ে বৃস্টি যাওয়া বৃস্টিতে খুশি উপজেলাবাসী।
এদিকে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে বৃষ্টির সঙ্গে কিছু শীলাবৃষ্টি হয়েছে। তবে উগ্লেগজনক নয়।
কৃষকরা জানান, গত কয়েকদিন ধরে বৃস্টির জন্য হাহাকার চলছিল। মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় বৃস্টির জন্য।
চলতি বোরো মৌসুমে ফসলের জন্য উপযুক্ত সময় বৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করলেও ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শেষ না হয়নি। যেজন্য কিছুটা অস্বস্তি বিরাজ করছে।
উপজেলার নলুয়া হাওরপাড়ের ভুরাখালি গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, বোরো ফসলের ভালো ফলনের জন্য এ মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল।
দেরি হলেও অবশেষে বৃস্টি হওয়াতে আমরা খুশি। তবে হাওরের বাঁধের কাজ এখন শেষ না হওয়ায় কিছুটা অস্বস্তি রয়েছে।কারণ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছি। ফলে হাওরের ফসল নিয়ে দুঃশ্চিতা বিরাজ করছে।
তবে জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, শঙ্কার কোন কারণ নেই। ইতিমধ্যে হাওরের ৮৫ ভাগ কাজ শেষ। নির্ধারিত সময়ের কাজ সমাপ্তি হবে। জগন্নাথপুরে এবার ২৪ কিলোমিটার এলাকায় ৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে।১৫ ডিসেম্বর কাজ কাজ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। এবা ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেছে বলেন ওই কর্মকর্তা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ বলেন, উপযুক্ত সময় বৃষ্টি হওয়াতে বোরো ফসলের পাশাপাশি সবজির জন্যও খুবই উপকারী হয়েছে। খবর পেয়েছি সামান্য শীলাবৃষ্টি হয়েছে একটি এলাকায়। তবে এতে কোন ক্ষতি হবে না।