Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবিরাম বর্ষণে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে বন্যার আশঙ্কায় হাওরপাড়ের গ্রামবাসী

স্টাফ রির্পোটার:: গত কয়েকদিনের টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জ জেলার বেশ কয়েক উপজেলায় বন্যা দেখা দিলেও জগন্নাথপুরে এখনও বন্যা হয়নি। তবে শুক্রবার সারাদিন থেকে এখন শনিবার রাত দুইটায় বৃষ্টি চলমান থাকায় বন্যার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। উপজেলা প্রশাসন ইতিমধ্যে বণ্যা হলে করণীয় বিষয়ে কিছু প্রস্তুতিও গ্রহণ করে রেখেছেন। উপজেলা প্রধান নদী কুশিয়ারা ও নলজুর নদীর পানি অস্বাভাবিক না হলেও টানা বষ্টির কারণে নদীগুলোতে পানি বাড়ছে। এভাবে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও জগন্নাথপুরের নিমাঞ্চল প্লাবিত হতে পারে। গত কয়েক বছর ধরে বন্যা না হলেও গত কয়েক দিনের বৃষ্টি হাওর এলাকার মানুষকে শঙ্কায় রাখছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেশী সমস্যা হচ্ছে। টানা বৃষ্টির কারণে কাজে যেতে না পেরে অভাব অনটনে কাটাচ্ছেন। শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে লোকজন ছিল ঘরবন্দি। রিকশা চালক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষেরা খুব বেশী বাহিরে যাননি। টানা বৃষ্টিতে পৌর শহরের কয়েকটি স্থান জলমগ্ন হয়ে পড়ে।
পাহাড়ী ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকলে চিলা্উড়া হলদিপুর ইউনিয়নের হাওর অধ্যুষিত গ্রামগুলোর মানুষ বন্যা কবলিত হয়ে পড়তে পারেন। ইতিমধ্যে বষার ধ্বনিতে পানিবন্দি অবস্থায় আছেন হাওর অধ্যুষিত উপজেলার ১০ গ্রামের মানুষ। হাওর অধ্যুষিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, বণ্যা না হলেও হাওর এলাকার মানুষ পানিবন্দি আছেন। এভাটে টানা বৃষ্টি হলে বন্যা দেখা দিতে পারে। তিনি জানান, তার ইউনিয়নটি পুরোপুরি নলুয়ার হাওর ব্যষ্টিত। অবিরাম বৃষ্টির কারণে হাওরে এখন পানি ঢেউ খেলছে। নৌকার ওপর ভরসা করেই চলছেন হাওর এলাকার গ্রামবাসী।এভাবে অবিরাম বৃষ্টির হলে বণ্যার আশঙ্কা রয়েছে।

Exit mobile version