Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জগন্নাথপুর উপজেলায় সাম্প্রতিকালে ইয়াবা ট্যাবলে টসেবনকারী ও বিক্রয়ের ব্যপকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ কওে দ্রুত ইয়াবা ক্রয় বিক্রয় বন্ধে পুলিশকে দায়িত্বশীলতার সহিত কঠোর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুরের ইউএনও (চ.দা) থাকা এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকি’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাশিম, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভুঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় ইয়াবা বিক্রেতা ও সেবনকারীর ছড়াছড়িতে আমরাউদ্বিগ্ন। তাই আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশকে ইয়াবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আরেক সদস্য শিক্ষক সাইফুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবার মতো মরননেশা জগন্নাথপুরের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। বিষয়টি নিয়ে সচেতন অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। দ্রত ইয়াবার বিস্তার বন্ধে পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক ইয়াবা ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করেছে। তিনি ইয়াবা ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হবে বলে জানান।
প্রসঙ্গত, সাস্প্রতিককালে জগন্নাথপুরের মারাত্মকভাবে ইয়াবার বিস্তার ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন পূর্বে র‌্যাব-৯ এর একটি দল জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রাম অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

Exit mobile version