স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় জগন্নাথপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে ঢাকার হাজীর নান্না বিরানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করণে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।