Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার ঈদ পূর্ণমিলণী সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা মিরপুর ইউনিয়নের আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা আজ শনিবার আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি লিতু খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম সুলতান মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী তোফায়েল খান,নাতে রাসুল পরিবেশন সদস্য তাবি খান। এতে বক্তব রাখেন হাবিব খান সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্য, শিপু খান,সহ-সভাপতি, রুকন খান শিশু,যুগ্ন সম্পাদক লুকু খান,সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান,কোষাধক্ষ্য রোমান খান,সহ-কোষাধক্ষ্য আফজল খান, সহ-ক্রীড়া সম্পাদক ছাদিক আলী, দপ্তর সম্পাদক রুবেল মিয়া,সহ-দপ্তর সম্পাদক,রফি খান সমাজসেবা সম্পাদক,রাজিদ খান সহ-তথ্য বিষয়ক সম্পাদক, সাজুর খান সিনিয়র সদস্য,সালমান খান সদস্য,ফরহাদ খান সদস্য,পমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিবুল মিয়া,সদস্য,রাহেদ খান সদস্য মোরাদ খান,সদস্য কামরান খান সদস্য,রাজু মিয়া,মঈন উদ্দিন সদস্য আজিজুল মিয়া সদস্য।

সংগঠনের সভাপতি লিতু খান সভায়  জানান, এই সংগঠনের সকল সদস্য আমরা ঐক্যবদ্ধ। গ্রামের সামাজিক ও উন্নয়ন কাজে প্রত্যেক সদস্য নিবেদিত প্রাণ।  অসংখ্য ধন্যবাদ অত্র গ্রামের যারা প্রবাসে আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে সব সময় সহযোগিতা করে আসছেন। সংগঠনের উদ্যোগে গত ১৫ ফেব্রুয়ারি দুই লক্ষ টাকা ব্যয়ে গ্রামের প্রতিটি রাস্তা লাইটিং উদ্ভোধন করা হয়।  বিদ্যুৎ বিল সংগঠন পরিশোধ করতে কষ্টদায়ক হয়ে উঠে।  তাই সংগঠনের একটি মিটিংয়ে প্রস্তাবনার মাধ‌্যমে  বিদ্যুৎ বিল পরিশোধে অত্র গ্রামের  ছয়জন জন প্রবাসী প্রতি বছর ১২ হাজার হাজার টাকা করে মোট ৭২ হাজার  টাকা অনুদান প্রদান করবেন। ছয় প্রবাসীরা হলেন,  যুক্তরাজ্য প্রবাসী আফিক মিয়া,যুক্তরাজ্য প্রবাসী কামাল খান,যুক্তরাষ্ট প্রবাসী আজাদ খান,যুক্তরাষ্ট প্রবাসী সুহেব খান,যুক্তরাষ্ট্র প্রবাসী শাহাবুদ্দিন খান ও যুক্তরাষ্ট্র প্রবাসী জিয়াউর রহমান খান।  সভায় সবাইকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Exit mobile version