Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আনন্দে বাড়ি ফিরল ক্ষুদে শিক্ষার্থীরা

কামরুল ইসলাম মাহি::
নতুন বইয়ের ঘ্রাণ আনন্দ উৎসবে মেতে উঠেছে জগন্নাথপুর উপজেলায় গ্রামীণ জনপদের ক্ষুদে স্কুল শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত তারা।

গ্রামীণ জনপদে ঢাক-ঢোল পিটিয়ে দৃশ্যমান কোনো উৎসবের আয়োজন না থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি বলে দিয়েছে নতুন কিছু পাওয়ার আনন্দ কতোটা। একইসঙ্গে অভিভাবকদেরও যেন আনন্দের কোনো কমতি ছিলো না।

নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গ্রামীন রাস্তা দিয়ে দৌড়ঝাঁপ দিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা।

মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মিছবাহুল ইসলাম সাদী বলেন, আমি নতুন বই পাইছি। কাইল থাকি (কাল থেকে) স্কুলে আইমু। তমা বেগম, তানিয়া আক্তার, হালিমা বেগম, সানিয়া বেগম, সামিউল ইসলাম এরকম ভাষ্য সবার।
মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা খানম বলেন, নতুন বই উৎসবকে ঘীরে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল। নতুন বই নিয়ে আনন্দেই বাড়িতে গেছে শিক্ষার্র্থীরা।

Exit mobile version