Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আনা হলো ডেঙ্গু সনাক্তকরণ যন্ত্র

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সনাক্তকরণ যন্ত্র এনএসওয়ান কিট আনা হয়েছে।
আজ রোববার সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে যন্ত্রটি আনা হয়েছে।

জানা যায়, সম্প্রতিকালে দেশজুড়ে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জগন্নাথপুরে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ নেই। তবে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় ডেঙ্গুর প্রকোপ পাওয়া গেছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফের ডটকমকে বলেন, ডেঙ্গু সনাক্তকরণের প্রাথমিক যন্ত্র এনএসওয়ান কিট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলনা। বিষয়টি সুনামগঞ্জ সির্ভিস সার্জন ডা আশুতোষ দাস স্যারকে অবহিত করা হলে তিনি আজ যন্ত্রটি স্বাস্থ্য কেন্দ্রে দিয়েছেন। জগন্নাথপুরে এখন পর্যন্ত ডেঙ্গুর কোন চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version