Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্য অস্ত্র সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আগুনকোনা স্কুলের সামন থেকে আন্তুজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতরা উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামে ডাকাতির উদ্যোশে যাচ্ছিল বলে পুলিশ জানায়। রোববার ভোররাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আন্তজেলা ডাকাত দলের সদস্য জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের আনছার আলী কালা মিয়া(৩৫), ছাতক থানার ঝিগলী গ্রামের হেলাল মিয়া (৩০), বাহুবল থানার গোহারুহা গ্রামের বাসিন্দা আবদুর রহিম (১৯),সুনামগঞ্জ সদর থানার আলমপুর কান্দারগাঁও গ্রামের মাছুম আহমদ (১৮), একই গ্রামের দুলাল আহমদ (২৫), সুনামগঞ্জ সদরের বড়পাড়া গ্রামের বদরুল আলম (২৬), ছাতক থানার হবিবপুর গ্রামের লিকসন (২৮), ছাতক থানার বাদে ঝিগলী গ্রামের নজির উদ্দিন (২০), ঝিগলী সুলেমানপুর গ্রামের মাসুক মিয়া (২০), কানাইঘাট থানার কাজীর পাতন গ্রামের নিজাম উদ্দিন (২৫), জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের আনিস মিয়া (৩২) ও ছাতক থানার শেত্ততর পাড়া গ্রামের রনি মিয়া (২৯)। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এস.আই মোহাম্মদ আশরাফুল ইসলাম,এস.আই আব্দুস সালাম,এএসআই খায়েমুল ইসলাম,এ.এসআই আলা উদ্দিন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছাতক থেকে একদল ডাকাত উপজেলার করিমপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এখবর পেয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আগুনকোনা স্কুলের সামন থেকে ডাকাতদলকে গ্রেফতার করি। এ সময় তাদের নিকট থেকে ১টি দেশী কাটা রাইফেল, ১টি পাইপগান, তাজা তিন রাউন্ড গুলি, ৫টি রামদা, ১টি গ্রিলকাটার মিশিনসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতরা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৩-৩৩০৮) যোগে ওই ইউনিয়নের করিমপুর গ্রামে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এঘটনায় থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুুতি চলছে।

Exit mobile version