1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে আবারও মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আবারও মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
গতকাল শুক্রবার  দিবাগত গভীর রাতে শহরের জগন্নাথপুর বাজারের পুরান থানা রোডস্থ ফিরোজ মিয়া মার্কেটের হক মোবাইল সেন্টারে এ চুরির ঘটনা ঘটেছে।
এখবর পেয়ে আজ শনিবার (২৮ জুন) সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকান চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা, টাকা ও মোবাইল নেই। সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।
মিলন জানায়, সিটি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ ৭ লাখ ১৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত, প্রায় ৪ মাস পূর্বে এক সকাল বেলায় জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটে তিনটি মোবাইল ফোনের দোকান থেকে ৭৮ লাখ টাকার মালামাল চুরির করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি। উদ্বেগজনক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আশঙ্কা বিরাজ করছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com