Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আর্দশ মহিলা কলেজ ক্যাম্পাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ‘জগন্নাথপুর আর্দশ মহিলা কলেজ ক্যাম্পাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের হবিবনগর এলাকায় ইসলাম কমপ্লেক্সে অস্থানীয়ভাবে এ কলেজের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এসময় জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, সাবেক সভাপতি আবদাল হোসেন ভুঁইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, জগন্নাথপুর পৌর প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, নারী কাউন্সিলর মীনা রানী পাল, আয়ারুন নেছা, নার্গিস বেগম, কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি সামছুল ইসলাম রানা, মকবুল হোসেন ভুঁইয়া, জামাল উদ্দিন বেলাল, সৈয়দ জিতু মিয়া, বাহাদ মিয়া, আজমল হোসেন মিঠু, ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক ওয়াদুল হক জাবেদ, জাবেদ মিয়া, সমাজ কর্মী সাজ্জাদ মিয়া, সৈয়দ আব্দুল মুকিত, নিখিল দেব, সিরাজ মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম লিলু, আকমল হোসেন ভুঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর আর্দশ মহিলা কলেজ ক্যাম্পাসের উদ্যোক্তা ও কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, জগন্নাথপুর উপজেলা সদরে এখনো কোন মহিলা কলেজ প্রতিষ্ঠা হয়নি। তাই আমরা অস্থায়ীভাবে কলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেছি। অচিরেই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। নারী শিক্ষা কার্যক্রম এগিয়ে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

Exit mobile version