স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম এর নৌকা প্রতীকের সমর্থনে ২৭ এপ্রিল বৃহস্পতিবার এক কর্মী সভা আহ্বান করা হয়েছে। সকাল ১১ টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করে হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য দলীয় কর্মীসভা শেঢে দুপুর ২ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।