Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও বাংলা মিরর গ্রুপের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ৫শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার::
পরিকল্পণামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে মহা পরিকল্পনা গ্রহন করবে। তিনি বলেন আগামী ৫ বছর দেশে মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গ্রামীন জনপথে শহরেে সুযোগ সুবিধা নিশ্চিত করবে।
তিনি বলেন,সরকার প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যােগ গ্রহণ করবে। মন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম সহ সকল প্রাকৃতিক দুর্যোগে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। এখন দেশের অগ্রযাত্রায়ও প্রবাসীরা ভূমিকা রাখবেব বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুরে আল মোস্তফা ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যাগে যুক্তরাজ্যের বাংলা মিরর পত্রিকা গ্রুপের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে দরিদ্র চক্ষু রোগীদের কে চিকিৎসা প্রদান করা হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে সকালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন।
বাংলা মিরর সম্পাদক আবদুল করিম গনি এর সভাপতিত্বে ও সমাজসেবী আখলাকুর রহমান ও শামীম আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম,
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ ভার্ড সুনামগঞ্জ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেন। চক্ষু ক্যাম্পের উদ্যােক্তা লন্ডনের জনপ্রিয় পত্রিকা বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি বলেন, ভার্ড সুনামগঞ্জ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫ শতাধিক রোগী কে চিকিৎসা পত্র দেন। তারমধ্যে ২৮ জন রোগীর চোখের অপারেশন ও দুই শতাধিক রোগীকে ঔষধ প্রদান করা হয়। শুরুতে বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে মন্ত্রী কে ফুল দিয়ে বরণ করা হয়।

Exit mobile version