Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আশংকাজনক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি- আতঙ্কিত মানুষ

স্টাফ রিপোর্টার: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় আশংকাজনক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে । বিশেষ করে একের পর ডাকাতির ঘটনায় আতংকিত জনসাধারন। এসব ঘটনার অধিকাংশই আবার মামলা হচ্ছে না। শীতের তীব্রতার কারণে গ্রাম-বাংলার মানুষ গভীররাতের আগেই ঘুমিয়ে পড়েন। আর এ সুযোগ নেয় সংঘবদ্ধ ডাকাতচক্র গভীর রাতে হানা দেয়। যে সব বাড়িতে প্রবাসী রয়েছেন এবং জনসংখ্যা কম এমন বাড়ি বাছাই করে পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করছেন সংঘবদ্ধ ডাকাতচক্র। গত গত ১ মাসে উপজেলায় ৩টি ডাকাতির ঘটনা ও ১০/১৫টি চুরির ঘটনায় লোকজন আতঙ্কে রয়েছেন। সাম্প্রতিককালে উপজেলার গন্ববপুর ও বাঘময়না গ্রামের ডাকাতির ঘটনা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চুরি ডাকাতি নিয়ে উদ্বেগ প্রকাশ হয়। পুলিশ ও জনগনের পক্ষ থেকে ডাকাতিরোধে সচেতনতামুলক সভা করা হয় রানীগঞ্জ ইউনিয়নে। তারপরও গন্ববপুর ও বাঘময়না গ্রামের ডাকাতির ঘটনায় কোন মামলা হয়নি। ডাকাতির শিকার এ তিনটি পরিবারের মানুষ আতঙ্কে মামলা করেননি। একের পর এক ডাকাতির ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক জায়গা রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জগন্নাথপুর পৌর এলাকাসহ বিভ্ন্নি ইউনিয়নে গরু চুরিসহ বাসা বাড়িতে চুরির উৎপাত বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকহারে। জগন্নাথপুর থানার ওসি এ প্রসঙ্গে বলেন, চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশ তৎপর রযেছে।

Exit mobile version