Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আ.লীগের একাংশের উদ্যোগে জাতীয় শোকদিবসে বিভিন্ন কর্মসুচী

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মসজিদে-মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনা এবং আলোচনা সভা। জগন্নাথপুর বাজার প্রাঙ্গন থেকে শুরু করে শোক র‌্যালী উপজেলা পরিষদস্থ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথপুর বাজারস্ত হাবিব কমপ্লেক্স এর সম্মুখে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র’র পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া সাব্বির, উপজেলা আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরি পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা সালা উদ্দিন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া, মিরপুর ইউ/পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির, পৌর সভার প্যানেল মেয়র-২ মোঃ সুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা কাউন্সিলর দীপক গোপ, পৌর আওয়ামী লীগ নেতা ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ শাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, মোতাহীর আলী নুনু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন, সুদীপ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমদ কোরেশী, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন, মোঃ সেলিম মিয়া, আনহার মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ দেব দেবু, শাহানুল হক, প্রচার সম্পাদক শেখ শাহজাহান, ত্রাণ সম্পাদক সামছুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মিঠন দেব, মাছুম আহমদ, সৈয়দ সারওয়ার আহমদ ইনান, সুয়েবুর রহমান লেবু, রেজুয়ান আহমদ, ফয়ছল আহমদ, তামিম আহমদ, সৈয়দ তায়েফ, জুনেদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন ৭৫ এর এই দিনে বাঙ্গালি জাতি হারিয়েছিল জাতির জনক সহ তাহার নিকট আত্মীয়দের। প্রতি বৎসর স্বাধীনতার পরাজিত শক্তিরা আগষ্ট মাসে আমাদের জাতি সত্তার উপর আঘাত হানে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে ষড়যন্ত্রক্বারীদের বিরুদ্ধে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্ট শাহদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। বাদ জোহর উপজেলা সদর জামে মসজিদ, ইকড়ছই কেন্দ্রিয় জামে মসজিদ, জগন্নাথপুর বাজার জামে মসজিদ দোয়া মাহফিল ও বিকালে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়া, শ্রী শ্রী বাসুদেব মন্দির, শ্রী শ্রী
কালী বাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version