Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে ইষ্টিটিউশনাল ডেলিভারি বৃদ্ধির জন্য চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্হায়ী কমিটির উদ্যাগে স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে ইষ্টিটিউশনাল ডেলিভারি বৃদ্ধির জন্য স্বাস্যকর্মীদের নিয়ে চারদিন ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন  সোমবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম এর সভাপতিত্বে ও জাইকার উপজেলা সমন্বয়ক রাজিব দাশের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে চারদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব

 

 

 

,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখরামুল হক,মেডিকেল অফিসার ডাক্তার শারমিন আরা আশা প্রমুখ প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৬০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।

Exit mobile version