Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইকড়ছই মির্জাবাড়ী যুব সংঘের ইফতার মাহফিল

 

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই মির্জাবাড়ী যুব সংঘের উদ্যোগে ও মির্জা মফজ্জুল হোসেন এর সার্বিক সহযোগিতায় ইকড়ছই মির্জাবাড়ীতে ইফতৈর ও  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। এতে  উপস্হিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডা: আব্দুল আহাদ । এছাড়াও উপস্হিত ছিলেন মির্জা রফিকুল বারি,মির্জা সিরাজুল ইসলাম,মির্জা আবুল কালাম,মির্জা আব্দুল কাইয়ূম,মির্জা হাফিজুর রহমান,মির্জা আব্দুল বারিক,মির্জা  আলী আহমদ,মির্জা জিলু মিয়া,মির্জা দিলওয়ার হোসেন,মির্জা মুহিবুর রহমান,মির্জা মিল্টন,মির্জা কাজল মিয়া,মির্জা জুবায়ের জামান,মির্জা জাহেদ,মির্জা দুলাল, জয়নাল আবেদনসহ মির্জাবাড়ী যুব সংঘের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version