Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইসলামী ছাত্রমজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৬তম বার্ষিকী উপলক্ষে অালোচনা সভায় ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান বলেন, অাদর্শিক দেওলিয়াত্ব রাজনৈতিক অবক্ষয়ের মাঝে ছাত্র সমাজ দিশাহারা। এই অবক্ষয়ের সমাজথেকে ছাত্র সমাজকে ফিরিয়ে অানতে ছাত্র মজলিসকে ভুমিকা রাখতে হবে। ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান অাদর্শ তুলে দরতে হবে। ৫ জানুয়ারী ছাত্র মজলিস জগন্নাথপুর থানা শাখার পক্ষথেকে সৈয়দপুর বাজারে ২৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে অায়োজিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জগন্নাথপুর থানা শাখার সভাপতি ছাত্রনেতা জাবের অাহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারী সৈয়দ অাদনান জাবির। জগন্নাথপুর থানা শাখার অফিস সম্পাদক সৈয়দ হেলাল অাহমদের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র মজলিস জগন্নাথপুর থানার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ অামিরুল ইসলাম, সাবেক থানা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক অামিনী, সাবেক থানা সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন, জগন্নাথপুর বিএনপি নেতা কবি সৈয়দ অাজমল হোসেন, জগন্নাথপুর যুবদল নেতা হাজি সোহেল অাহমদ খান টুনু, মাসিক জগন্নাথপুর মুহাম্মদ ইয়াকুব মিয়া, ছাত্র মজলিস জগন্নাথপুর থানা শাখার সাবেক অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ শামীম অাহমদ, খেলাফত মজলিস সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সভাপতি মাওলানা সামসুল ইসলাম, সেক্রেটারী মাওলানা তোফাজ্জুল হোসেন, খেলাফত মজলিস নেতা সৈয়দ অাফরাজ মিয়া, ছাত্র মজলিস সিলেট সদর দক্ষিণ থানা শাখার সেক্রেটারী সাজ্জাদুর রহমান সাব্বির, মাহবুব হাসান, সৈয়দ রায়হান অাহমদ, মোঃ সুমন অাহমদ, অাক্তার অালম সিপার, সৈয়দ সাজনু মিয়া, অালোচনা সভার শুরুতে পবিত্র কোরঅানথেকে তেলাওয়াত করেন হাফিজ রাকিব অাহমদ, হাদিস পাঠ করেন অাব্দুল্লাহ অাল জারিফ ও অাব্দুল্লাহ অাল নাঈফ। অালোচনাসভা শেষে এক রেলী সৈয়দপুর বাজারের বিভান্ন সড়কে প্রতিক্ষণ করে মজলিস কার্যালয়ের সামনে এসে থানা সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যে সমাপ্তি হয়।

Exit mobile version