Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক. ‘‘রোপন করলে ফলের চারা-আসবে সুখের জীবন ধারা’’ শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জগন্নাথপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার বৃক্ষরোপন কর্মসূচী-২০১৪’ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সদস্যবৃন্দের মধ্যে বিভিন্ন ফলজ গাছের প্রায় পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মো ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে ও শাখার ম্যানেজার অপারেশন মো. শাহজাহান ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হারুণ-অর রশিদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আরডিএস সিলেট জোন অফিসার মো. দলিলুর রহমান এবং ধন্যবাদ সূচক বক্তব্য দেন জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো আহসান উলস্নাহ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ উদ্দীন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ ভবন, থানা ভবন, পৌরসভা ভবন, শ্রী শ্রী জগন্নাথ জিউড় আশ্রম কেন্দ্র ও জগন্নাথপুর নার্সারী স্কুল প্রাঙ্গনসহ কয়েকটি প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন। এসব বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মো. মাইনুল জাকির, পৌর কাউন্সিলর মো. শফিকুল হক ও গিয়াস উদ্দীন মুন্না প্রমূখ।

Exit mobile version