Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইসহাকপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ-কের উদ্যোগে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় লোকজনের মধ্যে যুক্তরাজ্য প্রবাসিদের সংগঠন ইসহাকপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ-কের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে পৌরএলাকার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে ট্রাষ্টের কোষাধ্যক্ষ যুক্তরাজ্য প্রবাসি সমর আলীর সভাপতিত্বে ও ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মোহাম্মদ জাহিদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি আবদুল কাহার। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবদুল বারী, হাজী আলা মিয়া, আব্দুল লতিফ, শাহ নুরুল করিম, হাজী আব্দুস সাত্তার, লেচু মিয়া, শাহিনুর রহমান, হরুফ আলী, সাদিক মিয়া লোকমান মিয়া প্রমুখ।
পরে এলাকার ৫শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর পূর্বে ইসহাকপুর-লুদরপুর-ইনাতনগর মাদ্রাসায় ওই সংগঠনের উদ্যোগে আরো ৩শতাধিক দরিদ্র ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

ইসাকপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ-কের সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি আবদুল কাহার জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহকায় এলাকার দরিদ্র লোকজনের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে ৮শ ব্যক্তির মধ্যে জনপ্রতি ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।

Exit mobile version