Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঈদের জামাত নিয়ে সংঘর্ষ আহত ৩০॥৮জনকে ওসমানীতে প্রেরণ

রাকিল হোসেন : জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোঁতগাঁও গ্রামে ঈদের নামাজের জামাতের সময় নির্ধারন করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন,আব্দুল খালিছ(৪০),আব্দুল হান্নান(৪৫),ফয়ছল মিয়া(৪০),শানুর মিয়া(৩৫),সিরাজুল (২৫),শাজান মিয়া(৩৩),জরিপ উল¬া(৫০),বশির মিয়া(২০)। স্থানীয় সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার ঈদের দিন গোতগাঁও মসজিদে ঈদের নামাজের জামাত পড়ার সময় নিয়ে গ্রামের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পক্ষে আব্দুল খালিছ। অপর পক্ষে আব্দুস ছুপান। পরে সমঝোতার মাধ্যমে সকাল ৮টা ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত পড়ার সিদ্ধান্ত হয়। প্রথম জামাত শেষে আব্দুল খালিছের সাথে আব্দুস ছুপানের আবার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খালিছকে মারধর করেন ছুপানসহ তার লোকজন। এর জের ধরে মসজিদে যখন ২য় নামাজের জামাত চলছিল,সেই মুহুর্তে খালিছ ও তার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অপর পক্ষের উপর মসজিদে এসে হামলা চালায়। পরে দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহৃত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন।অন্যান্য আহতরা হলেন,আব্দুস ছুপান,আছদ্দর উল¬া,শামীম আহমদ,কামাল,মইনুল ইসলাম,সোনাই মিয়া,মুছালেখ,আব্দুল হাফিজ,আব্দুল মান্নান প্রমূখ। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।

Exit mobile version