Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঈদের শেষ প্রস্তুতিতে সেলুন-জুতার দোকানের পাশাপাশি কাপড়ের বাজারে উপচেপড়া ঢল

স্টাফ রিপোর্টার:: রাত পোহালেই ঈদ। শাওয়ালের চাঁদ বাংলাদেশের আকাশে দেখার পর থেকেই প্রবাসি অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে জুতার দোকানগুলোতে উপচেপড়া ভীর দেখা গেছে। গত কয়েকদিন ধরে ঈদ বাজারে ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় কাটচ্ছেন।
শেষ মুহুর্তে ঈদের নতুন জামা কাপড় কিনা শেষে জুতার দোকানগুলিতেও ক্রেতাদের প্রচন্ড উপস্থিতি দেখা যায়।
শুক্রবার সন্ধ্যারাতে পৌরশহরের জগন্নাথপুর পশ্চিম বাজারস্থ এপেক্স গ্যালারিতে উপচেপড়া উপস্থিতি দেখা গেছে। লোকজন সামলাতে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। এরকম কয়েকটি জুতার দোকানে বেচাবিক্রির ভার লক্ষ্য করা গেছে।
এপেক্স গ্যালারির ডিলার মির্জা জুবায়ের জামান বলেন, ঈদের শেষ মুহুর্ততে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। চাঁদ দেখার পর পরই প্রচন্ড ভীর আরও বেড়ে যায়। বেচাবিক্রিও ভাল হচ্ছে।
এদিকে পুরান বাজার ও শহরের বিভিন্ন গার্মেন্টস এর দোকানগুলোতে শিশু-কিশোর, তরুন-তরুণীসহ সব বয়সী নারী পুরুষের ঢল নামে সকাল থেকেই। এছাড়া শহরের সেলুন,বিউটি পার্লার, কসমেটিকসের দোকান, তেল-গুড়ের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে লোকজনের ভীর ছিল অন্যদিনের তুলনায় বেশি।

Exit mobile version