Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উন্নয়ন মেলা পরির্দশন করলেন বিভাগীয় কমিশনার ড. নাজমানারা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত উন্নয়ন মেলা পরির্দশন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে তথ্য প্রযুক্তি ও উন্নয়নে বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শামস উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এম এ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়। তথ্য প্রযুক্তির দিক দিয়েও আমরা বহিবিশ্বে নিজেদের অবস্থান তৈরী করেছি। পরে বিভাগীয় কমিশনার জগন্নাথপুর উপজেলায় পাউবোর ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ পরির্দশন করেন।
‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে মেলার সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়ন মেলায় ৫৭টি ষ্টল বসেছিল।

Exit mobile version