স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মীসভা আহ্বান করা হয়েছে। গত ২৭ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সভায় ইউনিয়ন পর্যায়ে কর্মী সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২ মে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে,৩ মে মীরপুর ইউনিয়নে,৪ মে পাইলগাঁও, ৫ মে কলকলিয়া,৬ মে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ৭ মে পাটলী ৮ মে পৌরসভা ও ৯ মে রানীগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জানান,উপজেলা পরিষদের উপ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে কর্মী সভা আহ্বান করা হয়েছে।