স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাই কালে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আজ রোববার উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে এ সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী,স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ ও তালহা আলম। গতকাল রোববার মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এবিষয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান বলেন, আমি আপীল করে মনোনয়ন বৈধ করার চেষ্টা করব।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মনোনয়ন পত্র দাখিলের সময় দেওয়া কাগজ পত্র কম থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। অপর চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।