Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় বিদ্যালয়ে বিদ্যালয়ে গাছের চারা রোপন

স্টাফ রিপোর্টার:: একটি গাছ একটি প্রাণ,সবুজ পৃথিবী উন্নত বাংলাদশে এমন ম্লোগানে প্রাথমকি শিক্ষা অধিদপ্তররে মহাপরিচালক ড.মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডসিরি আহ্বানে জগন্নাথপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনায় দুই শতাধিক বিদ্যালয়ে ছয়শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। একঘন্টায় দেশব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়ের চার লক্ষ গাছের চারা রোপনের অনন্য উদ্যোগের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উৎসাহ উদ্দীপনায় র্কমসূচী বাস্তবায়ন করে। দুপুর ১২টায় উপজলো প্রাথমকি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন সহকর্মীদের নিয়ে সাতটি কাঁঠাল গাছের চারা রোপন করেন। একই সাথে দুপুর ১২টা থেকে ১টা পযন্ত এক ঘন্টায় ছয় শতাধিক চারা রোপন করা হয়।


জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান,উপজেলার সরকারি বেসরকারি প্রায় দুই শতাধকি বিদ্যালয়ের ছয় শতাধিক ফলজ,বণজ, ঔষধি গাছের চারা রোপন করা হয়। তিনি বলেন জগন্নাথপুরের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা উৎসাহ উদ্দীপনায় গাছের চারা রোপন কর্মসূচী সফলভাবে পালন করেন। তিনি বলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের ব্যতিক্রমী উদ্যোগ মাইলফলক হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।

Exit mobile version